বিজ্ঞাপন

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, শিশু হত্যার মূল আসামির মৃত্যু

May 4, 2020 | 8:43 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সন্ত্রাসী দলের সঙ্গে র‍্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ(৫) হত্যার প্রধান আসামি জুয়েল আহমেদ সবুজের (২১) মৃত্যু হয়েছে। রোববার (৩ মে ) দিবাগত রাত দুইটায় সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এপ্রিলের ২৯ তারিখে গাজীপুর থেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয় শিশু আলিফ হোসেনকে (৫)। তার তিন দিন পর তালাবদ্ধ ঝুটের গুদাম থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে র‌্যাব ১-এর সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাগর নামে একজনকে গ্রেফতার করার পর, সে জানায় এ ঘটনার মূল হোতা সন্ত্রাসী সবুজ।

পরে সাগরের দেয়া তথ্যানুযায়ী সবুজকে গ্রেফতারে অভিযানে গেলে, সবুজ বিষয়টি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। তাতে সবুজ গুলিবিদ্ধ হয়ে সবুজের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় র‍্যাবের দুই জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন