বিজ্ঞাপন

ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করার দাবি

July 10, 2020 | 4:37 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশিদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ৭ দফা দাবি জানিয়েছে ‘নিরাপদ সীমান্ত চাই’ নামে একটি সংগঠন। এসময় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ সংগঠনের নেতারা এসব দাবি জানান।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে; সকল সীমান্ত হত্যার বিচার করতে হবে; জাতীয় সংসদে সীমান্ত হত্যার ব্যাপারে ভারতকে নিন্দা জানাতে হবে; প্রয়োজনে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিতে হবে; বিজিবি বাহিনীর জনবল বৃদ্ধি ও আধুনিক বাহিনী হিসেবে প্রস্তুত করতে হবে; চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে হবে এবং ভারতের মতো বাংলাদেশ সীমান্তে কাঁটাতার, লিংরোড, হ্যালোজেন লাইট, ১০০ গজ পরপর বিজিবি ডিউটি পোস্ট নিশ্চিত করতে হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুর রহমানের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রবাসীদের সংগঠন ‘রেমিটেন্স ফাইটার অফ বাংলাদেশে’র প্রতিনিধিরাও অংশ নেন। এসময় সীমান্তে হত্যা বন্ধে সরকারকে অতিদ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন