বিজ্ঞাপন

মধ্যবাড্ডায় কাঠের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

October 10, 2020 | 6:00 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডায় একটি কাঠ কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (২১) নামে এক যুবক মারা গেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর দুইটার দিকে মধ্যবাড্ডা আলাতুন্নেসা স্কুল সংলগ্ন ‘জি এম টিম্বার’ নামের একটি কাঠের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। পরে ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ইমরানের বাড়ি চাঁদপুর জেলায়। তার পিতার নাম ইসমাইল হোসেন। এর বাইরে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইমরানের সহকর্মী বাবুল হোসেন জানান, মধ্যবাড্ডার কারখানায় তারা কাঠমিস্ত্রির কাজ করে। আজ ওই কারখানায় বৈদ্যুতিক সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটার সময় ইমরান বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন