বিজ্ঞাপন

পেরুর বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার

November 18, 2020 | 8:35 am

স্পোর্টস ডেস্ক

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত যাত্রা ধরে রেখেছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ জয়ের পর অবশ্য গত ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র’র করে, পেরুকে হারিয়ে জয়ে ফিরেছে তারা। এদিন আর্জেন্টিনা ২-০ গোলের ব্যবধানে পেরুকে হারিয়েছে। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন নিকোলাস গঞ্জালেজ এবং লটারো মার্টিনেজ।

বিজ্ঞাপন

লিওনেল স্কালোনির অধীনে দুর্দান্ত পারফর্ম করছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত লিওনেল মেসিরা। চারটি ম্যাচের মধ্যে একটিতেই কেবল ড্র কর আলবেসিলেস্তেদের আর জয় এসেছে বাকি তিনটিতে। যার শেষটি এলো পেরুর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে।

ইনজুরিতে থাকা সার্জিও আগুয়েরোর বদলে দলের মূল একাদশে জায়গা করে নিয়েছেন লটারো মার্টিনেজ আর নিয়মিত গোল করে দলকে জয়ও এনে দিচ্ছেন তিনি। তার সঙ্গে লিওনেল মেসির কার্যকরী পারফরম্যান্স আর লিওনার্দো পারদেস ও জিওভানি লো সেলসোর মধ্যমাঠের নিয়ন্ত্রণে অপরাজেয় হয়ে উঠেছে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়তে পারত আর্জন্টিনা। রেফারি ভিএআর দেখে পেরুর পেনাল্টির আবেদন নাকচ করে দিলে সে যাত্রায় রক্ষা পায় আলবেসিলেস্তেরা।

বিজ্ঞাপন

এরপর আক্রমণের ধার বেড়ে যায় আর্জেন্টিনার, জিওভানি লো সেলসোর দারুণ এক পাস থেকে ডি বক্সে থাকা নিকোলাস গঞ্জালেজ বল জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটের মাথায় নিকোলাস টাগলিয়াফিকো এবং লো সেলসোর দারুণ বোঝাপড়ায় আক্রমণ করে আর্জেন্টিনা আর তুলির শেষ আঁচড় টানেন গঞ্জলেজ।

এক গোলে এগিয়ে যাওয়ার মাত্র মিনিট দশেক পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লটারো মার্টিনেজ। লিওনার্দো পারদেসের রক্ষণচেরা পাসে ডি বক্সের ভেতর ঢুকে বল পেয়ে যান মার্টিনেজ, আর সেখান থেকে বল জালে জড়াতে একচুল ভুলও করেননি ইন্টার মিলানের এই স্ট্রাইকার। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। আর দুই গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় আলবেসিলেস্তেরা।

বিরতি থেকে ফিরলেও নিজেদের আক্রমণের ধার এতটুকু কমায়নি আর্জেন্টিনা, উলটো আরও আক্রমণাত্মক হয়ে খেলেছে তারা। যার ফলাফলের দেখা মিলছিল প্রায়, ম্যাচের ৫৯ মিনিটে ওকম্পাসের শট আটকে দেয় পেরু ডিফেন্ডার সান্তামারিয়া। ম্যাচের ৭৭ মিনিটে স্কোরশিটে নাম লেখাতে পারতেন মেসিও, মধ্যমাঠে বল পেয়ে পেরুর তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে পড়েন মেসি তবে ছয় গজ দূর থেকে নেওয়া তাঁর নেওয়া শট গোলপোস্ট ঘেষে বেরিয়ে গেলে গোলবঞ্চিত হন মেসি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত দুই দল আর গোলের দেখা না পেলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের চার ম্যাচের তিনটিতে জয় আর একটিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা আর সমান ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ ব্রাজিল।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন