বিজ্ঞাপন

ট্রেনের ধাক্কায় আহত পোশাক শ্রমিকের ঢামেকে মৃত্যু

May 10, 2024 | 1:58 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর খিলগাঁও বাগিচা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আবির মোল্লা (১৮) নামে এক পোশাক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত দুইটার দিকে মারা যান আবির। এর আগে সাড়ে ১১টার দিকে বাগিচা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পথচারীরা গুরুতর আহত আবিরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।

মৃত আবিরের চাচা আরিফ মোল্লা জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে। বর্তমানে আশুলিয়া এলাকায় থাকত এবং একটি পোশাক কারখানায় চাকরি করত।

তিনি আরও জানান, আবিরের বাবা মো. মামুন মোল্লা মুগদা এলাকায় মুদি দোকান করে। গত রাতে আশুলিয়া থেকে মুগদা বাবার সঙ্গে দেথা করতে আসতেছিল আবির। পরে জানতে পারি খিলগাঁও এলাকায় ট্রেন দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মারা যান।

বিজ্ঞাপন

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই)‌ আলী আকবর জানান, গত বৃহস্পতিবার রাতে বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল ওই যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তবে কোন ট্রেনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায় নাই।

তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ নাই। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন