বিজ্ঞাপন

‘উপজেলা নির্বাচন প্রমাণ করেছে সরকারের সঙ্গে জনগণ নেই’

May 10, 2024 | 4:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করেছে ‘সরকারের সঙ্গে জনগণ।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি তেল ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন।

মান্না বলেন, ‘মানুষ সরকারকে ভোট দেয়নি, এখনো দেয় না। এই যে উপজেলা নির্বাচন (প্রথম ধাপ) হয়ে গেল, দেখলেন তো। বাংলাদেশের ইতিহাসে উপজেলায় এত কম ভোট কখনো পড়ে নাই। এটা ভোটের সরকারি হিসাব, পত্র-পত্রিকায় লিখছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, “গতকাল প্রধানমন্ত্রী বক্তৃতা (সংসদে) করলেন, ‘কোনো কিছু তোয়াক্কা করি না, জনগণ আমার সঙ্গে আছে।’ জনগণ মানে কী? ওবায়দুল কাদের আপনার সঙ্গে আছে? কেউ আছে আপনার সঙ্গে? আপনার দলের লোকও আপনার সঙ্গে নাই। যদি থাকত, তাহলে ৭ জানুয়ারি ভোট দিতে যেত, উপজেলা নির্বাচনে ভোট দিতে যেত।’

মান্না বলেন, ‘জিনিসের দাম সরকার কমাতে পারে না, বিদ্যুতের দাম কমাতে পারে না। বৈদেশিক ঋণের পরিমাণ এখন এক শ বিলিয়ন ডলারের বেশি, ওই ঋণের টাকা শোধ করার জন্যে আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক বসায়। তিন মাস বিদেশ থেকে আমদানি করবার টাকা নেই সরকারের কাছে। মে মাস পর কী করবে? রিজার্ভ বাড়াতে পারবে? বিদেশ থেকে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে আমাদের দেশে, সেটা সরকারের কাছে যাচ্ছে না। ওরা জানে সরকার চোর। তারা ভিন্নভাবে টাকা পাঠায়। আমাদের রফতানি বৃদ্ধির আর কোনো সুযোগ নাই। বিদেশিরা যদি আমাদের ডলার দেয়, তাহলে এই দেশ বাঁচতে পারে, নইলে বাঁচতে পারবে না।’

মান্না বলেন, ‘যারা মনে করেন বিরোধী দল দুর্বল হয়েছে আর সরকার আরও শক্তিশালী হয়েছে, তাদের বলছি অর্থনৈতিক চিত্র দেখার জন্য। বিরোধী দল দুর্বল হয়নি। আমরা আমাদের দলেই আছি। আলাল (সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল) আলালের দলেই আছেন। খোকন (মাহবুব উদ্দিন খোকন) খোকনের দলেই আছেন।’

বিজ্ঞাপন

‘অপেক্ষা করেন। সরকারের এই দুর্বলতা মানুষ যখন বুঝবে তখন আবার রাজপথে নামবে সবাই। জনগণকে বলছি, আপনাদের কষ্ট যদি লাঘব করতে চান, এ সরকারকে দিয়ে হবে না। ভোট কেড়ে নিয়েছে, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, আপনার মাথায় ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছেৃ। এই সরকারের হঠাতে হবে। ওদের সঙ্গে কোনো আপস নাই। গরম একটু একটু করে কমছে। গরম যত কমবে আমরা আরও বড় আকারে রাস্তায় আসব,’— বলেন মাহমুদুর রহমান মান্না।

সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মাওলানা শাহ নেছারুল হক, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন