বিজ্ঞাপন

‘কোরআন-হাদিসের কোথাও মদিনা সনদের কথা উল্লেখ নেই’

November 30, 2020 | 10:17 pm

ঢাকা: ভাস্কর্য বিতর্কে মদিনা সনদে দেশ চলানোর দাবি তুলেছে হেফাজতে ইসলাম। এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাঈদ খোকন বলেছেন, ‘যদি কোনো আলেম-ওলামা প্রমাণ করতে পারে যে, কোরআন হাদিসের কোথাও উল্লেখ আছে- মদিনা সনদে দেশ চালাতেই হবে। তবে আমি তাদেরকে আলেম হিসেবে মেনে নেব। আর যদি প্রমাণ করতে না পারেন তবে তারা জালেম হিসেবে বিবেচিত হবে। এটা আমার চ্যালেঞ্জ।’

বিজ্ঞাপন

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

সাঈদ খোকন বলেন, ‘কিছু কিছু আলেম দাবি তুলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আমি বলেছি ভাই আমার কিন্তু ধর্মীয় জ্ঞান নাই। আমি ধর্মীয় বিশেষজ্ঞ নই। তবে ধর্মের প্রতি অনুরাগ রয়েছে। যে আলেম সাহেব বললেন মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশ পরিচালিত করতে হবে। আজকে এ সভা থেকে আমি বলি- পবিত্র কোরআন শরীফের কোনো সুরায়, কোন আয়াতে মদিনা সনদের কথা উল্লেখ আছে। আপনি আমাকে বলুন। আমি মেনে নিব। আর যদি আপনি পবিত্র কোরআনের কোথাও তা উল্লেখ করে ননা দেখাতে পারেন, তাহলে আপনি আলেম নয়, আপনি একজন জালেম হিসেবে আমি বলতে চাই, আপনি ধর্ম ব্যবসায়ী। যদি আপনি কোনো সূরার কোনো আয়াতে মদিনা সনদের কথা প্রমানসহ জাতিকে দেখাতে পারেন তাহলে আমি আপনাকে আলেম হিসেবে মেনে নেব। আর যদি না পারেন তাহলে বাংলার মানুষ আপনাকে ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করবে। আপনি ধর্ম ব্যবসায়ী ছাড়া আর কিছু নন।’

সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘যদি ঢাকার রাজপথকে রক্তাক্ত করবার চেষ্টা করেন, তবে মনে রাখবেন- মেয়র মোহাম্মদ হানিফ আমাদেরকে দেখিয়ে গেছেন, প্রয়োজনে নেত্রী যদি নির্দেশ দেয় আবারও জনতার মঞ্চ গঠন করা হবে। উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলার জন্য সকল ধর্ম-বর্ণ, সকল দল-মত নির্বিশেষে উগ্র সাম্প্রদায়িক শক্তি মোকাবেলায় প্রয়োজনে আবার জনতার মঞ্চ গঠন করা হবে। কিন্তু কোনো ক্রমেই বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

স্মরণ সভায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়ক ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রবীণ নেতা ওমর আলী সভাপতিত্ব করেন।

এ সময় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কামাল চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সামসুদ্দিন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন