বিজ্ঞাপন

চরে মাটিকাটায় বরিশালে ১৪ জনকে একবছর করে কারাদণ্ড

December 4, 2020 | 11:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: জেলার হিজলা উপজেলা লাগোয়া মেঘনা নদী চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অপরাধে ১৪ জনকে আটক করেছিলো প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন ধরে অসাধু চক্র হিজলা উপজেলাধীন নদীতে জেগে উঠা চরে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযানের মাধ্যমে ১৪ জনকে আটক করা হয়। আটকদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন