বিজ্ঞাপন

ক্যাব এক্সপ্রেস পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

December 14, 2020 | 12:39 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মেসার্স ক্যাব এক্সপ্রেস নামের একটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বিজ্ঞাপন

রোববার (১৩ ডিসেম্বর) যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রাবাড়ীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখতে পায় মেসার্স ক্যাব এক্সপ্রেস (বিডি) লিমিটেড ডিজেল পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৯০ ও ৫৬০ মিলি লিটার করে কম দিচ্ছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করে।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. আল হাসনাত অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন