বিজ্ঞাপন

পাসপোর্ট সেবার গতি বাড়ানোর আহ্বান ডিজির

January 8, 2021 | 6:03 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পাসপোর্ট সেবাকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উত্তরায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্সে ডিআইপি ও ই-পাসপোর্ট কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পাসপোর্টের ডিজি বলেন, ‘আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী। তাই পাসপোর্ট সেবা গ্রহণকারীদের নির্বিঘ্নে সেবা দিতে হবে।’ পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান ও প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের করোনা মহামারীর মধ্যে পাসপোর্ট সেবা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।

এরপর পাসপোর্ট অধিদফতরের একজন পরিচালক, একজন উপ-পরিচালক ও একজন সুপারেন্টেন্ডের হাতে শুদ্ধাচার ক্রেস্ট তুলে দেন অধিদফতরের ডিজি। এরপর ই-পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আরপিও প্রধান ও প্রকল্প কর্মকর্তারা উন্মুক্ত আলোচনা করেন।

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক আইয়ুব চৌধুরী সেবার মানকে গতিশীল করার জন্য বেশ কয়েকটি সাব-কমিটি গঠন করেন। তিনি বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যে এমআরপিকে ই-পাসপোর্ট দ্বারা প্রতিস্থাপিত করতে সক্ষম হবো। বর্তমানে প্রতিদিন আমরা ছয় হাজার পাসপোর্ট প্রদানের সক্ষমতা অর্জন করেছি। আমাদের দিন যত গড়াবে সেবার গতিও বৃদ্ধি পাবে।’

বিজ্ঞাপন

ই-পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, ‘ই-পাসপোর্ট সেবা চালুর বিষয়টি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার। আমরা এই ইশতেহার পূরণ করতে পেরেছি। আমরা এখন সফলতার দ্বারপ্রান্তে।’

ই-পাসপোর্টর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এনডিসি দেশের সকল আরপিওতে ই-পাসপোর্টের এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করায় কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি। এই অবস্থা আমাদের জন্য চ্যালেঞ্জের। পাসপোর্ট গ্রাহকদের নির্বিঘ্নে সর্বোচ্চ সেবা দিতে কাজ চালিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

প্রকল্প পরিচালক আরও বলেন, ‘আমাদের ই-পাসপোর্ট সেবার গতি প্রতিদিনই বাড়ছে।’

সারাবাংলা/ইউজে/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন