বিজ্ঞাপন

এবার চীনে আইসক্রিমে করোনাভাইরাস

January 17, 2021 | 5:30 pm

আন্তর্জাতিক ডেস্ক

চীনের পূর্বাঞ্চলে উৎপাদিত আইসক্রিমের মধ্যে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ওই আইসক্রিমের একই ব্যাচের ২৯ হাজার কার্টন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। খবর এপি।

বিজ্ঞাপন

এদিকে, আইসক্রিমের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর উৎপাদক তিয়ানজিনের দাকিয়াওদাও ফুড কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, সেখানকার সব কর্মীর করোনা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে বেইজিংয়ের কর্তৃপক্ষ।

তবে, এখন পর্যন্ত আইসক্রিমের মাধ্যমে কারও দেহে করোনা সংক্রমণ ঘটেছে এমন প্রমাণ মেলেনি।

ওদিকে, তিয়ানজিনে বিক্রি হওয়া ৩৯০ কার্টন শনাক্ত করা হয়েছে এবং অন্যান্য অঞ্চলের কর্তৃপক্ষকে তাদের আওতাভুক্ত এলাকায় ওই আইসক্রিম বিক্রি হয়েছে কি না, তা জানাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, তিয়ানজিন শহরে যারা এই আইসক্রিম খেয়েছিলেন তাদেরকে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে, নিউজিল্যান্ড এবং ইউক্রেন থেকে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে এই আইসক্রিম তৈরি করা হত। এসব উপাদান থেকেও আইসক্রিমে করোনাভাইরাস ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওদিকে বিশেষজ্ঞরা বলছেন, আইসক্রিমে করোনার উপস্থিতি পাওয়া গেলেও এতে চিন্তার কোনো কারণ নেই। হয়তো কোনো আক্রান্ত ব্যক্তির কাছ থেকে এই ভাইরাস আইসক্রিমে ঢুকে পড়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আইসক্রিমের আগেও বিভিন্ন খাবারে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা একাধিক প্যাকেটজাত দ্রব্যে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি পেয়েছেন।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন