বিজ্ঞাপন

করোনার ভ্যাকসিন নিলেন সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি

February 7, 2021 | 8:37 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে টিকা নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল সাইফুল আবেদীন।

বিজ্ঞাপন

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভ্যাকসিন নেন চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন। এর মধ্য দিয়ে চট্টগ্রাম সেনানিবাসে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সূচনা হয়।

মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, প্রথম ধাপে চট্টগ্রাম সেনানিবাসের জন্য সিটি করপোরেশন থেকে চার হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কর্মরত সব সেনা সদস্যকে টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

২৪ পদাতিক ডিভিশনের অধীন অঞ্চলে ছয়টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের কেন্দ্র দুইটি হলো সিএমএইচ চট্টগ্রাম এবং ওপিসি ভাটিয়ারি। আর পার্বত্য চট্টগ্রামের চারটি কেন্দ্র হলো বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও রাঙ্গামাটি।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন