বিজ্ঞাপন

ভ্যাকসিনের পরবর্তী চালান ২৬ মার্চের পর: স্বাস্থ্য সচিব

March 21, 2021 | 11:41 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পরবর্তী চালান ২৬ মার্চ বা তার পর আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

বিজ্ঞাপন

রোববার (২১ মার্চ) সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপোর (সিএমএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্য সচিব।

আবদুল মান্নাব বলেন, ‘২৬ মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন। আমার মনে হয়, উনার সফরের সঙ্গে বা উনার সফরের পরপরই আমরা সিরাম ইনস্টিটিউট থেকে মার্চ মাসের যে চালান সেটি পাব। এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। এমনও হতে পারে যে মার্চেরটা এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে। আমাদের কাছে যতটুকু সংবাদ।’

উল্লেখ্য, সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে গতবছর নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তার মধ্যে দুই চালানে ৭০ লাখ ডোজ ইতোমধ্যে বাংলাদেশ হাতে পেয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন