বিজ্ঞাপন

দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন নিলেন প্রধান বিচারপতিসহ ৫৬ বিচারপতি

April 8, 2021 | 5:03 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৬ জন বিচারপতি দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন নিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধান বিচারপতি সস্ত্রীক করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। এছাড়া আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ৫৫ জন বিচারপতি এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

করোনার টিকা নেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এছাড়া আপিল বিভাগের ৫ জন বিচারপতি ও হাইকোর্ট বিভাগের ৫০ জন বিচারপতি এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।’

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। একইদিনে অন্যান্য বিচারপতিও করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন