বিজ্ঞাপন

রুটি মেকার লাইবা’র বিশেষ ফ্রি অফার

June 17, 2021 | 7:55 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: নকল রুটি মেকারে বাজার সয়লাব। নিম্নমানের সেসব কাঠ ও বার্নিশ ব্যবহারের ফলে এই রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে খেলে হতে বড় রকমের রোগব্যাধি হতে পারে বলে শঙ্কা জানিয়েছে রুটি মেকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘লাইবা’।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অনেকে বেশি লাভের আশায় কম দামি পচা কাঠ ভালো মতো না শুকিয়ে কালার বার্নিশ দিয়ে রুটি মেকার বানিয়ে মার্কেটে ছাড়ছেন। ফলে বাংলাদেশের বাজারে লাখ লাখ মানুষ অস্বাস্থ্যকর রুটি মেকার কিনে ধরা খাচ্ছেন। এ কারণেই লাইবা বিশেষ একটি অফার দিয়েছে গ্রাহকদের জন্য।

‘লাইবা রুটি মেকারে’র প্রতিষ্ঠাতা মো. হুমায়ুন কবির জানান, অস্বাস্থ্যকর রুটিমেকার বা অকেজো রুটি মেকার বদল করলে গ্রাহকদের সহজ শর্তে বিনামূল্যে একটি সম্পূর্ণ নতুন লাইবা রুটি মেকার দেওয়া হবে।

‘কয়েক বছর ধরে নকল রুটি মেকার কিনে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে। রুটিমেকার ব্যবহারে লোকের অনীহা প্রকাশ পাচ্ছে। তাই ক্রেতাদের মনে বিশ্বাস জন্মাতেই এমন উদ্যোগ বলে জানান মো. হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

লাইবা রুটি মেকার সম্পর্কে আরও জানতে www.facebook.com/Laaibahrutimakerfactory লিংকে ভিজিট করুন প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ।

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন