বিজ্ঞাপন

‘বাইরে বের হলে পুলিশের তাড়া, ঘরে থাকলে ক্ষুধার জ্বালা’

July 5, 2021 | 8:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ‘কী করব ভাই? বাইরে বের হলে পুলিশ তাড়া দেয়, ঘরে থাকলে ক্ষুধার জ্বালায় মরতে হয়। খিদে ঘরে থাকতে দেয়নি। এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর পর পুলিশ তাড়িয়ে দিচ্ছে। আবার কিছু সময়ে পর এসে দাঁড়াচ্ছি।’— এভাবেই কথাগুলো বলছিলেন কেরানীগঞ্জের কদমতলী মোড়ের রিকশাচালক ফারুক।

বিজ্ঞাপন

সোমবার (৫ জুলাই) কেরানীগঞ্জের কদমতলীর মোড়ে গিয়ে দেখা যায়, বেশকয়েকটি রিকশা সারিবদ্ধভাবে রাখা। রিকশাওয়ালারা জানান, কিছুক্ষণ পর পর পুলিশ তাদের তাড়া দিচ্ছে। কিন্তু কিছু সময় পর ফের এসে তারা জড়ো হচ্ছেন। এদিন কদমতলী ও কেরানীগঞ্জে প্রায় ৫০ থেকে ৬০টির বেশি রিকশা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রিকশা চালক আলী বলেন, ‘রিকশা নিয়া বাইর অইছি খিদের জ্বালায়। আমাগো কেউ দেখার নাই? সরকার থেকে কোনো প্রকার অনুদানও কেউ দেয় না। খেতে না দিলে ঘরে থাকব কি করে? ঘরের বাইর না হলে ছেলে-মেয়ের মুখে ভাত তুলে দিবো কি করে?’

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যাত্রীদের চাইতে রিকশার সংখ্যায় বেশি। প্রতিদিন রিকশা নিয়ে বাইর অইলে ১০০ টাকা করে দিতি অয়। সারাদিনে ইনকাম যা হয় তার মধ্যি থাইক্যা দুই কেজি চাল কিনতি যায় ১০০ টাকার উপরে। বাসাভাড়া অন্যান্য খরচ চলবে কীভাবে?’

অন্যন্যা দিনের মতো কর্মজীবীদেরও কর্মস্থলে যেতে দেখা গেছে। কেরানীগঞ্জের নাজমুল বলেন, ‘আমি বাবু বাজার মিটফোর্ডের ফার্মেসিতে কাজ করি। আমার কাজ বন্ধ নাই। সেজন্য আমি বাধ্য হয়ে বের হচ্ছি।’

এদিকে ঢাকার অদূরে কদমতলী-কেরানীগঞ্জে ৫ম দিনের কঠোর বিধিনিষেধে মানুষ ও ব্যক্তিগত যান চলাচল অন্যদিনের চেয়ে তুলনামূলক বেশি দেখা গেছে। তবে কেরানীগঞ্জে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাস্ক এবং যথাযথ কারণ ছাড়া বের হলেই পড়তে হচ্ছে পুলিশের তোপের মুখে। সোমবার (৫ জুলাই) কদমতলী-কেরানীগঞ্জে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

৫ম দিনের কঠোর বিধিনিষেধ সম্পর্কে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ুন কবীর সারাবাংলাকে বলেন, ‘সরকারে নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা মোট তিনটা চেক পোস্ট বসিয়ে কাজ করছি। এছাড়াও ভ্রাম্যমাণ পুলিশের চেক পোস্টও রয়েছে। প্রতিটি চেকপোস্টে কাউকে সন্দেহ হলে, বাহির হওয়ার কারণ জিজ্ঞেসা করা হচ্ছে। সঠিক ব্যাখ্যা দিতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এআই/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন