বিজ্ঞাপন

ঈদ জামাতের সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা

July 20, 2021 | 11:54 am

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে পবিত্র ইদুল আজহার নামাজ চলাকালে দেশটির প্রেসিডেন্টের বাসভবনের পাশে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনিও নামাজ পড়ছিলেন। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঈদের নামাজের সরাসরি সম্প্রচার করছিল। এ সময় রকেট হামলার শব্দ শোনা যায়।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।

ওই ভিডিও’তে দেখা যায়, একাধিক রকেট বিস্ফোরণ সত্ত্বেও প্রেসিডেন্ট আশরাফ গনি নামাজ পড়তে থাকেন।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঈদের ছুটি শুরু হওয়ার আগে দেশটির জনগণের উদ্দেশ্যে আশরাফ গনির দেওয়া ভাষণের আগে প্রেসিডেন্টের বাসভবনের সামনে অন্তত দুটি রকেট হামলার ঘটনা ঘটে।

এরপর নামাজ শেষ করে বাহিরে বের হয়ে দেশটির জনগণকে ঈদের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট আশরাফ গনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই জানান, রাজধানী কাবুলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় ঈদের ছুটি চলছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আফগানিস্তানের শত্রুরা আজ কাবুলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের টিম এ বিষয়ে তদন্ত করছে।’

সারাবাংলা/এনএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন