বিজ্ঞাপন

আওয়ামী লীগ থেকে টাউটদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: এস এম কামাল

August 6, 2021 | 11:01 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ২০০৮ সালের পরে কিছু সুবিধাবাদী লোক আওয়ামী লীগকে ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই সুবিধাবাদী-অনুপ্রেবশকারী-টাউটদের দল থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর কুর্মিটোলা উচ্চবিদ্যালয় ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজি খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে এসএম কামাল। তিনি বলেন, ‘১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গন্ধুকে হত্যা করেছিল। ২০০৪ সালে ২১ আগস্ট তারাই আমার-আপনার প্রিয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিল।’

সেদিন আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা পাকিস্তানের এজেন্ট খন্দকার মোশতাক, সেনাবাহিনীর মধ্য লুকিয়ে থাকা পাকিস্তানি এজেন্ট জিয়াউর রহমান, জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেই একই কায়দায় ২১ শে আগস্ট জিয়ার সন্তান তারেক জিয়া পাকিস্তানের এজেন্ট একাত্তরের যুদ্ধাপরাধীরা আর পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতার খুনিদের নিয়ে আমার-আপনার নেত্রীকে হত্যার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছিল।

বিজ্ঞাপন

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে এসএম কামাল বলেন, ‘সেদিন যারা অপপ্রচার করেছিল আজও তারা অপপ্রচার-ষড়যন্ত্র করছে। যারা বলেছিল বাংলাদেশে ২০ লাখ লোক না খেয়ে মারা গেছে। কিন্তু মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম এবং দিনরাত পরিশ্রম করার মধ্য দিয়ে আল্লাহর রহমতে একটি লোকও না খেয়ে মারা যায়নি।’

কিন্তু তারেক জিয়ার পৃষ্ঠপোষকতায় বিদেশে বসে অসৎ, দুর্নীতিবাজ দুশ্চরিত্র সাংবাদিকরা অপপ্রচার করছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে অভিযোগ করছেন বলে অভিযোগ করেন। তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্র্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষকে সচেতন করার আহ্বান।

এসএম কামাল বলেন, ‘যারা এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

দলের ভেতরে হাইব্রিড অনুপ্রবেশকারী ভুঁইফোড়দের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এসএম কামাল বলেন, ‘এদেরকে আমাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আমার আপনার নেত্রী দিনরাত পরিশ্রম করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এই করোনার মধ্যেও দিনারত পরিশ্রম করে মানুষের জন্য বিদেশ থেকে টিকা এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন।’

এস এম কামাল বলেন, ‘আমাদের কারো কারণে যদি আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, আওয়ামী লীগের দুর্নাম হয়; সেই কর্মীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। আর ২০০৮ সালের পরে কিছু সুবিধাবাদী লোক আওয়ামী লীগকে ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

এ সুবিধাবাদী অনুপ্রেবেশকারী টাউটদের দল থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে বলে দাবি করেন এস এম কামাল।

তারাই দলের নেতা হবে যাদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নেত্রী যখন জেলে ছিল সেই দুঃসময়ে যারা কাজ করেছে, সেই নেতাদের খুঁজে বের করে দলের দায়িত্ব দিতে হবে বলেও পরামর্শ দেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

বিজ্ঞাপন

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসানসহ অন্যরা। পরে শোকাবহ আগস্টে অসহায় দুঃস্থ কর্মহীন উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতারা।

সারাবাংলা/এনআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন