বিজ্ঞাপন

‘ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার প্রতীক’

August 15, 2021 | 9:00 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি চক্র ভেবেছিল ইতিহাস থেকে তাকে চিরতরে বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার প্রতীক।

বিজ্ঞাপন

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

এদিন তিনি চনপাড়া নব‌কিশলয় হাই স্কুল, ভুলতা স্কুল অ্যান্ড ক‌লেজ, তারা‌বো পৌরবাজার আওয়ামী লী‌গের কার্যালয় ও বিশ্বরোড কাউন্সিলর কার্যাল‌য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃ‌তি‌তে পুস্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা নি‌বেদন, মিলাদ মাহ‌ফিল, দুঃস্থদের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া বিভিন্ন জায়গায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

তারা‌বো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসকে বুকে ধারণ করে তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়িত করতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না।’

তিনি বলেন, ‘ঘাতকরা ব্যক্তি মুজিবকে হত্যা করেছে, তার আদর্শকে হত্যা করতে পারেনি। আমরা তার আদর্শকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু এখন শুধু আমাদের উন্নয়নের প্রতীক। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। খুনি চক্রকে কেউ বাঁচাতে পারবে না। তাদের বিচার হয়েছে। রায় কার্যকর হচ্ছে।’

বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে হাছিনা গাজী বলেন, ‘যতদিন বাঙালি জাতি আছে, ততদিন বঙ্গবন্ধু সবার হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি বাঙালিদের চেতনার প্রতীক। তার মৃত্যু নেই। তিনি মহামানব।’

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন- তারাবো পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোল্লা, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারা‌বো পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, মাহাবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হো‌সেন, ‌আতিকুর রহমান, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, লায়লা পারভীন, মাহফুজা বেগম ও জোসনা বেগম প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন