বিজ্ঞাপন

কাবুলে হামলা বানচাল করল মার্কিন ড্রোন

August 30, 2021 | 10:40 am

আন্তর্জাতিক ডেস্ক

কাবুল বিমানবন্দরের বাইরে ড্রোন ব্যবহার করে ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) সম্ভাব্য এক আত্মঘাতী বোমা হামলাকারীকে হত্যা করেছে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

মার্কিন বাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে ওই জঙ্গি বিমানবন্দরে গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রথমে বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানান প্রত্যক্ষদর্শীরা।

পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে আকাশে কালো ধোঁয়া উড়তেও দেখা যায়।

বিজ্ঞাপন

তখন অনেকেই ওই ঘটনাকে রকেট হামলা বলে উল্লেখ করলেও পরে মার্কিন বাহিনী জানায়, আইএস-কে’র সন্দেহভাজন জঙ্গির অবস্থান লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আইএস-কে সংশ্লিষ্ট অন্তত একজন বিস্ফোরক বহনকারী গাড়ি ধ্বংসের সময় মারা গেছেন। হামলায় বেসামরিক কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, কাবুল বিমানবন্দরকে ঘিরে দুই দফা হামলায় শতাধিক প্রাণহানির কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন