বিজ্ঞাপন

‘শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার’

September 4, 2021 | 7:06 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষা ঘাটতি পূরণ করতে সরকার ব্যবস্থা নিয়ে রেখেছে। আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে না। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটা ঘাটতি তৈরি হয়েছে, এটি সত্য। তবে সেটি পূরণে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে এনে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ক্লাসের শিক্ষার কোনো বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসের সুযোগ ছিল না। ফলে আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এখন শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে তাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন