বিজ্ঞাপন

পোশাক রফতানির আড়ালে সৌদি রিয়াল পাচারকালে আটক ১

September 13, 2021 | 11:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের মাধ্যমে তৈরি পোশাক রফতানির আড়ালে বিপুল পরিমাণে সৌদি রিয়াল পাচারকালে হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে রফতানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী একটি কার্টনের ভেতর থেকে এসব মুদ্রা জব্দ করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, এভসেক সদস্য গাজী কাইয়ুম একটি কার্টন স্ক্যান করার সময় বিপুল পরিমাণের সৌদি রিয়াল দেখতে পান। এরপর সেটাকে জব্দ করা হয়। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে মুদ্রাগুলো পাওয়া যায়। এই প্রতিষ্ঠানের কর্মী হাসান আলী।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কি পরিমাণ মুদ্রা রয়েছে সেটা গণনা চলছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল।

সারাবাংলা/এসজে/এসএসএ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন