বিজ্ঞাপন

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ খুলছে শুক্রবার

October 5, 2021 | 3:02 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সময়ের আগেই শেষ হচ্ছে বঙ্গবন্ধু টানেলের কাজ। আগামী শুক্রবার (৮ অক্টোবর) টানেলের দ্বিতীয় মুখ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বঙ্গবন্ধু টানেলের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘কর্ণফুলী নদীর নিচে নির্মাণাধীন এই টানেল ২০২২ সালে শেষ হওয়ার কথা। কিন্তু অগ্রগতি ভালো হওয়ায় প্রকল্পের কাজ দ্রুতই শেষ হবে।’

এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এর আগে এই টানেলের প্রথম চ্যানেলের মুখ খুলে দেওয়া হয়। আগামী শুক্রবার দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে দেওয়া হবে। এর মধ্যে দিয়ে টানেলের কাজ অনেক দূর এগিয়ে যাবে। তারপর ঘষামাজা করে উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন সংশ্লিষ্টরা।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: কুষ্টিয়া মেডিকেল কলেজসহ একনেকে ৯ প্রকল্প অনুমোদন

সারাবাংলা/জেজে/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন