বিজ্ঞাপন

সিনহা হত্যা মামলার ষষ্ঠ পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শুরু

October 25, 2021 | 12:20 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ পর্যায়ের সাক্ষ্য শুরু হয়েছে। ৩৬তম সাক্ষী এসআই আমিনুল ইসলামের সাক্ষ্যর মধ্য দিয়ে সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজনভ্যানে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, আজ ১০ থেকে ১৫ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

গত ১২ অক্টোবর পঞ্চম পর্যায়ের সাক্ষীর শেষ দিনে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করছিলেন, কালক্ষেপনের অংশ হিসেবে মামলার দুই নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতকে রিকল করার জন্য আদালতে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিজ্ঞাপন

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন