বিজ্ঞাপন

সুদানের সরকার ভেঙে দিয়েছে সামরিক বাহিনী

October 25, 2021 | 6:09 pm

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের সামরিক বাহিনী দেশটির বেসামরিক সরকার ভেঙে দিয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে গৃহবন্দি করে সেনাবাহিনী। একই সঙ্গে সরকারের আরও চার মন্ত্রী এবং সরকার সমর্থিত কয়েকজন শীর্ষ রাজনীতিবিদকেও আটক করা হয়।

বিজ্ঞাপন

দেশটির সামরিক বাহিনী পরে জরুরি অবস্থা ঘোষণা করে। বেসামরিক নেতাদের সঙ্গে যৌথ কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান সামরিক অভ্যুত্থানের জন্য রাজনৈতিক দ্বন্দ্বকে দায়ী করেছেন।

এ ঘটনার প্রতিক্রিয়ায় সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় বিক্ষোভে নেমেছেন অসংখ্য মানুষ। বিক্ষোভে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

এর আগে, সুদানের রাজধানী খার্তুমে প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদকের গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সে যাত্রায় রক্ষা পান সুদানের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সুদানে গণতন্ত্রপন্থি আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লা হামদক।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন