বিজ্ঞাপন

৭৬ লাখ টাকা আত্মসাৎ: ব্র্যাক ব্যাংক কর্মকর্তার পাঁচ বছর কারাদণ্ড

October 31, 2021 | 4:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ৭৬ লাখ টাকা আত্মসাতের মামলায় মো. আবুল হাসনাত নামে ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসারের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদলতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকার অর্থদণ্ড রায় ঘোষণা করেছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত।

২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার শেখ তারেক নেওয়াজ।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, আসামি আবুল হাসনাত ব্রাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত থাকাকালে অফিসের হিসাব থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার তিনশ টাকা এবং একই বছর ২৫ এপ্রিল তার আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার চারশ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করেন।

২০১৯ সালের ১৫ মার্চ মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন