বিজ্ঞাপন

মশার কয়েলের আগুনে পুড়ল টঙ্গীর মাজার বস্তির ৫ শতাধিক ঘর

November 27, 2021 | 10:11 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপুর: ২ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে তাদের নয়টি ইউনিট। ভয়াবহ আগুনে পুড়ে গেছে বস্তির পাঁচ শতাধিক ঘর।

বিজ্ঞাপন

শনিবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের এই বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, ভোর তিনটা ৫৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। টানা দুই ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, টঙ্গী, উত্তরা, পূর্বাচল ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নির্বাপণে এখনো কাজ চালিয়ে যাচ্ছে। আগুনে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।

সারাবাংলা/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন