বিজ্ঞাপন

সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: হাছিনা গাজী

December 11, 2021 | 9:48 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে শ‌নিবার (১১ ন‌ভেম্বর) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় হতদ‌রিদ্র ৫ শতা‌ধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ সব কথা বলেন।

তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের আগেই ক্ষুধা ও দা‌রিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণ করবে। বঙ্গবন্ধুর আদর্শের ধারক প্রধানমন্ত্রী এদেশের কৃষক-শ্রমিক-মেহনতিসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারলে এই অগ্রযাত্রা ব্যাহত হবে।’

সমাজের বৃত্তবানদেরকে অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে হা‌ছিনা গাজী আরও বলেন, ‘শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুঃস্থ মানুষরা কষ্ট পাচ্ছে। তাই সমাজের বৃত্তবানদেরকে অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানা‌চ্ছি।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী ব‌লেন, ‘গাজী প‌রিবার সবসময় রূপগঞ্জবাসীর সু‌খে-দুঃখে পা‌শে র‌য়ে‌ছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি হতদ‌রিদ্র শীতার্ত মানুষের মধ্যে পর্যায় ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হ‌বে।  কাউকে এই শীতে যেন কষ্ট না করতে হয়। পর্যায়ক্রমে ৩ হাজার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।’

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা যুব ম‌হিলা লীগের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, উপজেলা যুব ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামী লীগ নেতা ম‌নির হোসেন ও মুরাদ হাসান, রূপগঞ্জ ইউনিয়র ম‌হিলা লী‌গের সাধারণ সম্পাদক লা‌কি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব ম‌হিলা লীগের সভাপ‌তি জিন্নাত জাহান জিসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন