বিজ্ঞাপন

২০ ব্যক্তি, সংগঠক ও প্রতিষ্ঠান পেল ‘হিরো অ্যাওয়ার্ড’

December 13, 2021 | 3:30 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সেবায় অসামান্য অবদানের জন্য দেশের ২০ ব্যক্তি, সংগঠক ও প্রতিষ্ঠানকে ‘হিরো অ্যাওয়ার্ড-২০২১ ’ দিয়েছে আরভী ফাউন্ডেশন। রাজধানীর গুলশান রিও লাউঞ্জে সোমবার (১৩ ডিসেম্বর) বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

বিজ্ঞাপন

এ সময় প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন আর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছে দিচ্ছেন।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিতদের যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা করা গেলে তারাও দেশের সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

আরভী ফাউন্ডেশনের চেয়ারম্যান বুশরা আরাবী বলেন, যেসব সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া, যুব উন্নয়ন, অতিদরিদ্র মুক্ত, মাদক বিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবেলায় কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনার্জি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলায় কাজ করেছেন- তাদের মধ্য হতে সেরাদের সেরা মনোনীত করে হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আরভী ফাউন্ডেশন বিশ্বাস করে সমাজ উন্নয়নে যারা কাজ করে সকলে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান এবং সংগঠন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্বাবিদ্যালয়েরভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সমাজ সেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) মো. কামরুল ইসলাম চৌধুরী, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে বাশার ও আরভী ফাউন্ডেশনের চেয়ারম্যান বুশরা আরাবী।

সারাবাংলা/জেআর/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন