বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন

January 25, 2022 | 1:40 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গামাটি সরকারি কলেজের স্নাতক (রাষ্ট্রবিজ্ঞান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী নেপোলিয়ন চাকমা, হিসাব বিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মারুফ, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোমিন, উদ্ভিদ বিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, এমনিতে করোনার কারণে প্রায় দুই বছর সকল ধরনের শিক্ষা কার্যক্রম থেকে আমরা পিছিয়ে পড়েছি। গত বছর স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার কথা থাকলেও করোনার কারণে তাও হয়নি। যখন সুষ্ঠুভাবে সকল বর্ষের পরীক্ষা চলছিল তখন হঠাৎ করোনার কারণে বন্ধ ঘোষণা করা হয়। এতে আমরা চাকরি জীবন থেকে আবারও পিছিয়ে পড়ব।

বক্তারা বলেন, সারা দেশে মেলা হচ্ছে, পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা এবং গণপরিবহন চালু রয়েছে; সেখানে পরীক্ষা বন্ধ রেখে আমাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার নতুন তারিখ ঘোষণারও দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন