বিজ্ঞাপন

কয়েদিদের মাঝে মাস্ক বিতরণ সিএমএম-ডিসি প্রসিকিউশনের

January 31, 2022 | 6:28 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গ্রেফতার কয়েদিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী এবং ডিসি প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না তা দেখতে সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে হঠাৎ ঢাকার সিএমএম আদালতের হাজতখানা পরিদর্শনে যান তারা। সেখানে যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ। এ রকম প্রায় ১৫০ জন কয়েদির মধ্যে মাস্ক বিতরণ করেন তারা। সবাইকে মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তারা।

এ সময় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ও আবু বাক্কার ছিদ্দিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সিএমএম আদালতের কোর্ট ইন্সপেক্টর নাহিদ হাসান জানান, আজ বিকেলে সিএমএম স্যার এবং ডিসি স্যার হাজতখানা পরিদর্শনে আসেন। অনেক আসামির মুখে মাস্ক থাকে না। আবার অনেকে ইচ্ছে করে পড়েও না। এ সময় তাদের মুখে মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করেন স্যাররা। কিছু মাস্ক আমাদের কাছে রেখেও গেছেন। যাদের কাছে মাস্ক থাকবে না তাদের সেগুলো দিতে বলেছেন। মাস্ক পরিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাদের আদালতে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন