বিজ্ঞাপন

এইচএসসির ফল প্রকাশ ‘১৪ ফেব্রুয়ারি’

February 3, 2022 | 6:07 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। সারাবাংলাকে তিনি বলেন, ‘ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই আমরা ফলাফল প্রকাশ করব। সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি ফল প্রকাশের সম্ভাবনা বেশি।’

এর আগে, এই সপ্তাহেই ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এরপর মন্ত্রণালয় সেটি জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এদিকে, বোর্ড সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট কোন তারিখ নয় বরং ৭ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন প্রকাশ হতে পারে এইচএসসির ফল।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। ৭ ফেব্রুয়ারি পর যেকোনো দিন ফল প্রকাশ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘ফল প্রকাশের জন্য আমরা প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা করছি। করোনা ঝুঁকির কারণে এবারও অনলাইনে ফল প্রকাশ করা হতে পারে।’

তবে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কারও মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর। এ পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

সারাবাংলা/টিএস/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন