বিজ্ঞাপন

গ্রাহক সহনীয় পর্যায়েই গ্যাসের দাম বাড়ানো হবে: প্রতিমন্ত্রী

February 6, 2022 | 6:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গ্রাহকদের কথা মাথায় রেখেই সহনীয় পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর কথা বলছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, গ্যাসের মূল্য বৃদ্ধি করবে বার্ক (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। গ্রাহক অসন্তোষ যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর টিকাটুলিতে তিতাসের জোনাল অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা। প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের বর্ধিত মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত। মূল্য বাড়ানো হলেও এখন বিপিসি শুধু ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান করছে।’

এর আগে নসরুল হামিদ তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলির জোনাল অফিস পরিদর্শন করেন। সেখানকার ফাইল ও অফিস ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দ্রুত অটোমোশনে যেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।

এসময় গ্যাস ও বিদ্যুতের মূল্য, তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপলাইন ও গ্যাস পাইপের লিকেজ, গ্যাসের অপচয়, তিতাসের দুর্নীতি ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করা হয় পরিদর্শনকালে।

বিজ্ঞাপন

টিকাটুলির জোনাল অফিস এসময় তাদের লোকবল কমসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

সারাবাংলা/জেআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন