বিজ্ঞাপন

মাদার ফুলে ফাগুনের হাওয়া

February 14, 2022 | 3:51 pm

লোকাল করেসপন্ডেন্ট

মঠবাড়িয়া (পিরোজপুর): প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। ঋতুর এই পরিক্রমায় ফাগুনের হাওয়া লেগেছে মাদার ফুলে। একইসঙ্গে পলাশ এবং শিমুলও তার চিরচেনা রঙ ছড়াচ্ছে। কাননে কাননে পারিজাতের রঙে ভরে উঠেছে চারদিক। যেন ঋতুরাজকে স্বাগত জানাতে পিরোজপুরের মঠবাড়িয়ার প্রকৃতি এ রূপে সেজেছে।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া উপজেলার চারপাশের গাছে গাছে ফুটেছে আগুনরাঙা মাদার ফুল। পাশাপাশি ফুটেছে পলাশ ও শিমুল। আর এসব ফুলে ফুলে বসেছে পাখিদের মেলা। যেন গান গেয়ে বসন্ত আসার খবর জানাচ্ছে তারা।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

শীতের শুষ্কতা মুছে দক্ষিণা হাওয়ায় ভর করে আসছে বসন্ত। প্রকৃতি তাই উদ্বেলিত নবযৌবনের নবরূপ পাওয়ার আশায়। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির মতো মানুষের মনেও ছড়িয়ে পড়ে বসন্তের রঙ। বসন্তকে বরণ করে নিতে তাই প্রকৃতির রঙে রঙ মিলিয়ে সবাই মেতে ওঠে উৎসবে।

ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন