বিজ্ঞাপন

পুনঃনিরীক্ষণ: চট্টগ্রামে এইচএসসিতে পাস আরও ২৭ জন

March 13, 2022 | 5:49 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর পাস করেছে আরও ২৭ পরীক্ষার্থী। ১৩৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে, এর ফলে জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছে আরও ছয় পরীক্ষার্থীর নাম।

বিজ্ঞাপন

রোববার (১৩ মার্চ) পুনঃনিরীক্ষণের ফলাফল আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

কোভিড সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল গত ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এবার চট্টগ্রামে ৮৯ দশমিক ৩৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন। ছাত্রী পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। ছাত্র পাস করেছে ৮৬ দশমিক ৮৯ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নিয়েছি ৯৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে পাস করে ৮৯ হাজার ৬২ জন।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৯৭৯ জন মোট ১৫ হাজার ২৩৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। পুনঃনিরীক্ষণে ১৪১টি উত্তরপত্র পরিবর্তিত হয়েছে। এর মধ্যে মোট নম্বর পরিবর্তন হয়েছে ১৩৯ জনের।

৫৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ২৭ জন। নম্বর বাড়লেও পাসের তালিকায় যুক্ত হয়নি সাতজনের নাম। তবে ছয়জন নম্বর বেড়ে জিপিএ ফাইভের তালিকায় যুক্ত হয়েছেন।

এ ছাড়া গ্রেড পয়েন্ট বেড়েছে মোট ৬৬ জনের। নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট বাড়েনি ৭৩ জনের। আবার গ্রেড পয়েন্ট পরিবর্তন হলেও গড়ে বাড়েনি সাতজনের।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন