বিজ্ঞাপন

পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

April 10, 2022 | 3:41 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পুলিশ এখন মানুষের ‘আস্থা ও বিশ্বাস’ অর্জন করেছে মন্তব্য করে এ বাহিনীর সদস্যদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার (১০ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য বানানো ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এই মহতি উদ্যোগের জন্য পুলিশ বাহিনীর সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের পুলিশ হবে জনগণের পুলিশ। পুলিশ বাহিনী বয়স্ক নারী, পুরুষ শিশু ও প্রতিবন্ধীদের জন্য যে সার্ভিস ডেস্ক চালু করে দিয়েছেন তাতে আমাদের দেশে নারী সমাজ শিশু বা বয়স্ক যারা, তাদের বিরুদ্ধে অন্যায় হলে বলতে পারে না বিশেষ করে নারীদের ব্যাপারে তো এটা আরও বেশি কাজেই তাদের জন্য অন্তত পক্ষে অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা ‍সুযোগ সৃষ্টি হল। সেই ‍সুযোগটা আপনারা করে দিয়েছেন।’

কারণ আমরা এ সমাজটাকে উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আমাদের পিছিয়ে পড়া বা অনগ্রসর যারা একেবারে তৃণমূল পর্যায়ে পড়ে থাকে বা যারা বিভিন্ন ক্ষেত্রে একেবারে নিজেদেরকে অবাঞ্ছিত মনে করে পড়ে থাকে, শত নির্যাতনের মুখেও তারা কোনো প্রতিকার চাইতে পারে না। সেই মানুষগুলোর ভেতরে একটা আস্থা ফিরিয়ে আনা ও তাদের সহযোগিতা দেওয়ার বিষয়টি ভাবতে হবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে আমাদের লক্ষ্য ছিল যে কাজটা জাতির পিতা শুরু করেছিলেন ভূমিহীন মানুষের মাঝে ভূমি বণ্টন এবং ঘর তৈরি করে দেওয়া। তিনি গুচ্ছগ্রাম প্রকল্প দিয়ে এটা শুরু করেন। আমরা প্রথমবার যখন সরকারে আছি আশ্রয়ণ প্রকল্প-১ এবং দ্বিতীয়বার সরকারে এসে আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে জাতির পিতার সেই পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে যাচ্ছি।’

বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না ঠিকানাবিহীন থাকবে না সেই প্রত্যয়ের প্রসঙ্গ পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন, সেটিই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর পুলিশ বাহিনীর জন্য যত রকমের সুযোগ সুবিধা করা এবং বিশেষায়িত বাহিনী গড়ে তোলা, মানুষের সেবাটা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া, মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সবাইকে রোজার মোবারকবাদ জানিয়ে বাংলা নববর্ষ ও ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন জনগণের পাশে থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন। সেটিই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর পুলিশ বাহিনীর সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা সততার সঙ্গে কাজ করবেন। সেটাই আমরা চাই।’

অনুষ্ঠানটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয় এবং এর সঙ্গে সকল থানা, পুলিশ রেঞ্জ এবং পুলিশ লাইন সংযুক্ত ছিল। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের দুটি মানবিক উদ্যোগ ‘সার্ভিস ডেস্ক’ এবং ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের উপর একটি অডিও-ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও বক্তৃতা করেন। অতিরিক্ত আইজিপি ড. নুরুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন