বিজ্ঞাপন

বাঁধ ভেঙে পানি ঢুকছে হালির হাওরে

April 26, 2022 | 9:29 am

আল হাবিব, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওরে। এতে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে হাওরের ৫ হাজার হেক্টর বোরো ফসল।

বিজ্ঞাপন

সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার হাসানপুরের বাঁধ ভেঙে এই হাওরে পানি প্রবেশ করতে শুরু করে।

কৃষি বিভাগ জানিয়েছে, হালির হাওরে ৫ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। সোমবার পর্যন্ত সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল কাটা হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক জানান, সোমবার রাত ১০টার দিকে হাসানপুরের বাঁধ ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। তবে চেষ্টা করা হচ্ছে ভাঙন ঠেকানোর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন