বিজ্ঞাপন

ইদে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার

May 2, 2022 | 8:48 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: করোনাভাইরাসের কারণে গেল দুই বছরের মধ্যে সাড়ে ৯ মাস বন্ধ ছিল দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় এবার ইদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। পর্যটক আগমনকে কেন্দ্র করে কাঙ্খিত ব্যবসার স্বপ্ন দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটকদের বরণ করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজও প্রায় শেষ। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ-নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈকত এখন পর্যটক শূন্য। বালিয়াড়ি বা নোনাজলে নেই কোনো কোলাহল। শুধু উত্তাল সাগরের গর্জন। প্রতি বছর ইদে পর্যটকে মুখর হয়ে উঠে কক্সবাজার। তবে করোনাভাইরাসের কারণে গত দুই বছরের সাড়ে ৯ মাস বন্ধ ছিল পর্যটন কেন্দ্র কক্সবাজার। কিন্তু এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় ইদের আগে ও পরে টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটকদের বরণ করতে ইতিমধ্যে হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ও সাজ-সজ্জার কাজ প্রায় শেষ। পুরোদমে চলছে রুম বুকিং।

আবাসিক হোটেল মালিক সাইফুল ইসলাম জানান, পর্যটকদের স্বাগত জানাতে তাদের হোটেল প্রস্তুত। ইতোমধ্যেই রুমের প্রায় ৮০ ভাগ বুকিং হয়ে গেছে। পাশাপাশি সেবার ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে।

হোটেল-মোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, ইদের টানা ছুটিতে এবার লাখো পর্যটকের আগমনের আশা রয়েছে। ভ্রমণে আসা পর্যটকদের উন্নত সেবা দিতে প্রস্তুত হোটেল-মোটেল-গেস্ট হাউসের সকল কর্মকর্তা-কর্মচারী। প্রতিবারের মতো এবারও তাদের মূল লক্ষ সেবার মাধ্যমে ভালো ব্যবসা করা।

বিজ্ঞাপন

বেড়াতে আসা পর্যটকের নিরাপত্তার প্রসঙ্গে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন তালুকদার জানান, পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬০ জন ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করবেন বিভিন্ন স্পটে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সমুদ্রের তীরে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে বীচকর্মী এবং লাইফ গার্ড। সবমিলে পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন থাকবে কঠোর অবস্থানে।

সারাবাংলা/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন