বিজ্ঞাপন

চট্টগ্রামে শ’খানেক গ্রামে একদিন আগে ইদ উদযাপন

May 2, 2022 | 2:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলার অন্তত শ’খানেক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইদুল ফিতর উদযাপন করা হচ্ছে। দেশে ঘোষিত সময়ের একদিন আগে ইদুল ফিতর উদযাপনকারীরা সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারী। তারা হানাফি মাযহাবের অনুসরণে শতাধিক বছর ধরে একদিন আগে ইদুল ফিতর উদযাপন করেন।

বিজ্ঞাপন

সোমবার (২ মে) সকালে এসব গ্রামের বাসিন্দাদের অধিকাংশই যথারীতি মসজিদে ইদের নামাজ আদায় করেন। তারা রোজাও শুরু করেছিলেন একদিন আগে। সে হিসেবে ৩০ রোজা শেষে তারা ইদুল ফিতর উদযাপন করছেন।

যেসব গ্রামে একদিন আগে ইদুল ফিতর উদযাপন হচ্ছে—চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা। চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি। বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি। আনোয়ারা উপজেলার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাঠাখালী, রায়পুর, গুজরা। লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা, কলাউজান, চুনতী। সীতাকুন্ড উপজেলার মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা এবং পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও।

এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া, টেকনাফ, মহেশখালী, হ্নীলা, কুতুবদিয়া, বান্দরবানের লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং ফেনী জেলার কয়েকটি গ্রামে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সোমবার ইদ উদযাপন করছেন বলে দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশসমুহে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান জ্ঞাত হয়ে মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর পেয়ে ইদুল ফিতর উদযাপন করছি।

এদিকে মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে ইদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে সাতকানিয়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও লোকজন এসে নামাজে শরীক হন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা সারাবাংলাকে বলেন, মির্জাখীল দরবার শরীফে ইদুল ফিতরের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মূলত সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু মানুষ প্রতিবছরের মতো এবারও একদিন আগে ইদ করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন