বিজ্ঞাপন

হবিগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

May 29, 2022 | 2:12 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

হবিগঞ্জ: মাধবপুরে শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুৎ প্ল্যান্টের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন-২ এর ইউনিট ট্রান্সফার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও অন্যান্য এলাকায় স্বাভাবিক ছিল।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিক বলেন, আগুন অনেক ছড়িয়ে পড়েছিল। কিন্তু সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা সম্ভব।

শাহজীবাজর বিদ্যুৎ প্ল্যান্টের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বলেন, তদন্ত করে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন