বিজ্ঞাপন

পাচারকালে ৪৩০০ লিটার সয়াবিন তেলসহ ভোলায় আটক ২

August 25, 2022 | 6:30 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ভোলা: ভোলায় পাচারকালে কাভার্ডভ্যানসহ ২৪ ব্যারেলে প্রায় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় কাভার্ডভ্যানের চালক মো. হাদিস শরিফ (২৭) ও তার সহযোগী মো. আলামিনকে (১৪) আটক করা হয়েছে। আটকদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার ডাউরি বাজার এলাকায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভোলা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২৪ ব্যারেলে ৪৩০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়। এরসঙ্গে কাভার্ডভ্যান চালক ও তার সহযোগীকে আটক করা হয়।

জব্দ করা তেল ভোলার দৌলতখান উপজেলা থেকে কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে কাভার্ডভ্যানসহ জব্দ করা তেল ও আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন