বিজ্ঞাপন

‘জাতিসংঘের বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করছে’

August 30, 2022 | 7:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলের বক্তব্য নিয়ে সরকার ‘মিথ্যাচার করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এ মানবন্ধন আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকারের অভিযুক্ত একজন পুলিশ অফিসার তিন দিনের ভিসা নিয়ে জাতিসংঘের প্রোগ্রামে গেছে; এবং এটা প্রচার করছে যে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান বাংলাদেশের মানবাধিকার বিষয়ে কোনো কথাই বলেননি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে, ‘আপনারা (সরকার) জনগণের সঙ্গে প্রতারণা করছেন। অবশ্যই জাতিসংঘের (মানবাধিকার হাইকমিশন) যে প্রধান এখানে এসেছিলেন, তিনি স্পষ্ট ভাষায় বলে গেছেন যে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুমের অভিযোগ আছে, তার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনারা এদের মিথ্যাচার দেখেছেন। এরা গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার করে। ওদের একটি বিশেষ নোবেল পুরস্কার দিতে হবে মিথ্যাচারের জন্য। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কিছুদিন আগে এসেছিলেন। তিনি সকলের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন। মন্ত্রীদের বলেছেন যে, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেগুলোকে তিনি অ্যাড্রেস করতে বলেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘র‌্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়েও জাতিসংঘের মানবাধিকার কমিশনার কথা বলেছেন, প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি বলেছেন যে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে গুম হচ্ছে, গুমের অভিযোগ আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আজকে এই গুম দিবসে গুমের শিকার পরিবারের সঙ্গে একাত্ম হয়ে দাবি করছি জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সমস্ত সরকারপ্রধান, যারা অতীতে গুম করেছে, তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আজকে গুম হওয়া পরিবার যারা এসেছে, এখানে তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তোমরা একা নও, তোমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ আছে, তোমাদের জন্য সারা বাংলাদেশের মানুষ লড়াই করবে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের এই সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের বাবাকে, তাদের ভাইকে, তাদের ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

সরকার ভয় পেয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে আন্দোলন হচ্ছে সারাদেশে, এতেই কিন্তু ভয় পেয়ে গেছে। আবার সেই লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। কিন্তু কোনো লাঠিয়াল বাহিনীতে কাজ হবে না। মানুষ জেগে উঠেছে। আমরা আহ্বান জানাচ্ছি তরুণ-যুবকদের, সবাই এগিয়ে আসুন দেশকে রক্ষা করবার জন্য, আমার এই শিশুর বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য।’

সরকার ত্রাস সৃষ্টি করেছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে গজারিয়াতে আমাদের বিএনপির নেতাকর্মীরা এই গুম দিবসের অনুষ্ঠান করছিল। সেখানেও পুলিশ তাদের ওপর আক্রমণ করেছে। সারা দেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। ভয় দেখিয়ে, গুম করে, খুন করে এরা রাষ্ট্র চালাচ্ছে।’

বিজ্ঞাপন

মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, নিখোঁজ ছাত্রদলের সাইফুর রহমান সজীবের বাবা শফিকুর রহমান, পারভেজ রেজার মেয়ে হৃদি, সেলিম রেজা পিন্টুর বোন নদী, সোহেলের মেয়ে সাফা, সাজেদুল ইসলাম সমুনের বোন সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

সারাবাংলা/এজেড/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন