বিজ্ঞাপন

দারুণ শুরুর পর ফিরলেন সৌম্য-শান্ত

October 24, 2022 | 10:34 am

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন ধরেই উদ্বোধনী জুটি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। পরীক্ষা নিরীক্ষা চলছিল উদ্বোধনী জুটি নিয়ে। শেষ পাঁচ ম্যাচে তাই তো দেখা গেছে চার জোড়া উদ্বোধনী জুটিও। অবশেষে সিদ্ধান্তে এসেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তকে দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী জুটি। নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পরেও ধরে রাখতে পারেননি সেই ধারা। সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন শেষ ১৩ ম্যাচের সেরা উদ্বোধনী জুটি উপহার দিয়ে।

বিজ্ঞাপন

ডাচদের বিপক্ষে ব্যাটিং দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারকে দিয়ে। দুই উদ্বোধনী ব্যাটার শুরুটাও দারুণ করেছিলেন। বাংলাদেশের দুশ্চিন্তার কারণ উদ্বোধনী জুটি প্রথম পাঁচ ওভারে তোলে ৪৩ রান। আর এরপরেই ছন্দ পতন।

পাওয়ার প্লে’র শেষ ওভারে বল হাতে আসেন ভ্যান মিকেরেন। আর এসে প্রথম বলেই একটু দ্রুত গতিতে শর্ট বল দেন। সৌম্য সরকার যেন একটু বেশিই ব্যস্ত ছিলেন। তাই তো শর্ট বল উঠিয়ে মারতে গিয়ে মিডউইকেটে লিডের তালুবন্দি হন। ৪৩ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। সৌম্য ফেরেন ১৪ বলে দুটি চারে ১৪ রান করে।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচের একাদশে সৌম্য-শান্ত-মোস্তাফিজ

সৌম্যকে দারুণ সঙ্গ দেওয়া শান্তও আর ধৈর্য্য ধরে রাখতে পারলেন না। পরের ওভারের প্রথম বলটি আউটসাইড অফে করেন প্রিঙ্গেল। ঘূর্ণির বিপরীতে সুইপ শট খেলেন শান্ত। আর তাতেই ভ্যান বিকের কাছে বল তুলে দিয়ে শান্ত ফিরলেন দলীয় ৪৭ রানে। আউট হওয়ার আগে শান্ত ২০ বলে ৪টি বাউন্ডারিতে করেন ৪৭ রান।

শান্ত ফিরলে উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৫১ রান। লিটন দাস ৪ আর সাকিব আল হাসান ২ রানে অপরাজিত আছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন