বিজ্ঞাপন

ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে: ডিবি

December 9, 2022 | 12:58 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সেখানে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ ডিসেম্বর) সাড়ে ১২ টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডিবি কম্পাউন্ডে আছেন। তাদের আনা হয়ে, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন: মির্জা ফখরুল-মির্জা আব্বাস আটক

আরেক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘সমাবেশের বিষয়ে দুইটি প্রস্তাব আছে। কমলাপুর স্টেডিয়ামে খেলার মাঠ নষ্ট হবে। তাই পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত বাংলা কলেজ। ওনারা রাজি হলে একটা সমাধান হবে।’

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফখরুল ইসলামকে উত্তরা এবং আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

সারাবাংলা/ইউজে/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন