বিজ্ঞাপন

সেমিফাইনাল খেলতে নেমে দুই রেকর্ড মেসির

December 14, 2022 | 3:57 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক এখন লিওনেল মেসি। বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে এই রেকর্ডের একক মালিক হলেন তিনি। এর আগে আর্জেন্টিনার কিংবদন্তী স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ছিল এটি।

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপে লিওনেল মেসি এ নিয়ে গোল করলেন ৫টি। চলতি বিশ্বকাপেই তিনি ফুটবলের ঈশ্বরখ্যাত ম্যারাডোনা ও বাতিস্তুতার রেকর্ড ভাঙলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলের মাধ্যমে ৫ বিশ্বকাপে ২৫ ম্যাচে মেসির মোট গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

বিশ্বকাপের সেমি ফাইনালে খেলে আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগেই ভেঙেছিলেন তিনি। আজ স্পর্শ করলেন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলার রেকর্ড এতদিন জার্মানির কিংবদন্তী লুথার ম্যাথিউসের দখলে ছিল। আজ মেসিও এ রেকর্ড স্পর্শ করলেন।

বিজ্ঞাপন

বলাই বাহুল্য, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও গড়তে যাচ্ছেন মেসি। কারণ এবার বিশ্বকাপে আরও একটি ম্যাচ খেলার সুযোগ আছে আর্জেন্টিনার।

সারাবাংলা/আইই/এসএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন