বিজ্ঞাপন

যশোরে শতভাগ বই না পৌঁছালেও হবে উৎসব

December 30, 2022 | 10:56 am

তহীদ মনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: শতভাগ পাঠ্যপুস্তুক না পৌঁছালেও যথা সময়ে বই উৎসব হবে বলে দাবি করেছে যশোর জেলার শিক্ষা অফিস। সবাইকে সব বই দিতে না পারলেও কয়েকটি নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা। মধ্য জানুয়ারির ভিতর শতভাগ বই পাওয়া যাবে। জেলা অফিসের তথ্যতে, মোট চাহিদার বিপরীতে এখন পর্যন্ত প্রাথমিকে ৬১ দশমিক ৩৯ শতাংশ, মাধ্যমিক পর্যায়ে ৪২ শতাংশ, দাখিলে ৩৩ শতাংশ, এবতেদায়িতে ৬৪ শতাংশ, এসএসসি ভোকেশনালে ৩৬ শতাংশ ও দাখিল ভোকেশনালে ২৮ শতাংশ বই পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যশোরে প্রাথমিকে বইয়ের চাহিদা ১৩ লাখ ৪৮ হাজার ১১০টি। চাহিদার বিপরীতে বই এসেছে ৮ লাখ ২৭ হাজার ৭১৬টি।

এদিকে যশোর জেলা মাধ্যমিক অফিস জানিয়েছে, জেলায় মাধ্যমিক বইয়ের চাহিদা ২৭ লাখ ৪৫ হাজার ৩৭৬টির মধ্যে ১১ লাখ ৫৮ হাজার ১৯৩ টি বই পাওয়া গেছে এবং বিতরণ করা হয়েছে ১০ লাখ ৩২ হাজার ৫৬৯টি। দাখিলে মোট চাহিদা ৮ লাখ ৩০ হাজার ৫৭৪টি। এর মধ্যে ২ লাখ ৭৮ হাজার ২৩২টি বই পাওয়া গেছে, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। এটি চাহিদার ৩৩ শতাংশ। এবতেদায়িতে জেলায় বইয়ের চাহিদা ৪ লাখ ৬২ হাজার ৭৮০টি, পাওয়ার পর ২ লাখ ৯৬ হাজার ৬০০টি বই বিতরণ করা হয়েছে, যা মোট চাহিদার ৬৪ শতাংশ। এসএসসি ভোকেশনালে জেলায় মোট বইয়ের চাহিদা ১ লাখ ২০ হাজার ১১৫ টি। এর বিপরীতে বই পেয়েছে ৪৩ হাজার ১৪ টি এবং বিতরণ সম্পন্ন হয়েছে ৪০ হাজার ২টি, যা মোট চাহিদার ৩৬ শতাংশ। এছাড়াও দাখিল ভোকেশনালে জেলায় মোট চাহিদা ৩ হাজার ৫৬০টি, এর বিপরীতে ১ হাজারটি বই পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। যা মোট চাহিদার ২৮ শতাংশ।

সূত্র মতে, যশোর সদর উপজেলায় প্রাথমিকে চাহিদা ৩ লাখ ৯৪ হাজার ৬৫০টি বই। এর মধ্যে মাত্র ২ লাখ ৭০ হাজার ৩৯টি বই পেয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রাপ্ত বই চাহিদার ৬৩ শতাংশ। মাধ্যমিকে চাহিদা ৮ লাখ ১৪ হাজার ২০৫টি, এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩ লাখ ৪০ হাজার ২০০টি, যা চাহিদার ৪২ শতাংশ। দাখিলে ১ লাখ ৭৩ হাজার ৬৫০ টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে পাওয়া গেছে মাত্র ৫০ হাজার ৩০০টি, যা চাহিদার ২৯ শতাংশ। এবতেদায়িতে ১ লাখ ৬০০টি চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৬৪ হাজার ৪০০টি, যা চাহিদার ৬৪ শতাংশ। এসএসসি ভোকেশনালে ২০ হাজার ৪১৫ টি বইয়ের চাহিদার বিপরীতে পেয়েছে মাত্র ৫ হাজার।
একইভাবে, শার্শা উপজেলায় প্রাথমিকে প্রয়োজন ১লাখ ৮০ হাজার ৫১টি বই, পেয়েছে ১ লাখ ১৪ হাজার ৫৩১টি, মাধ্যমিকে ৩ লাখ ২ হাজার ২০৭টি চাহিদার বিপরীতে পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৩২টি, দাখিলে ১ লাখ ৩ হাজার ৬৯২ টির স্থলে পেয়েছে ৩২ হাজার ৫টি।

বিজ্ঞাপন

মনিরামপুর উজেলায় প্রাথমিকে চাওয়া ২ লাখ, এর বিপরীতে দেওয়া হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬২৮টি বই। মাধ্যমিক চাহিদা ৩ লাখ ৯১ হাজার ৫৪৪টি, পেয়েছে ১লাখ ৮৩ হাজার ৫৪৫ টি বই। দাখিলে ১ লাখ ৪৯ হাজার ৯১৫টির বিপরীতে পেয়েছে ৪৭ হাজার ৮৫০টি।

বাঘারপাড়া উপজেলায় প্রাথমিকে বরাদ্দ ৮৮ হাজার ৪২২টি এর মধ্যে ৬০হাজার ১৪০টি বই দেওয়া হয়েছে। মাধ্যমিকে চাহিদা ১ লাখ ৭৫ হাজার ৪৪৬টি, পেয়েছে ৭০ হাজার ৮৭৬টি। দাখিলে ৭১ হাজার ৮৪০টি বইয়ের বিপরীতে পেয়েছে ২২ হাজার ৬৩টি।
ঝিগরগাছা উপজেলায় প্রাথমিকে চাহিদা ১ লাখ ৪৮ হাজার ৪৪৩টি। এর মধ্যে ৯৩ হাজার ৮৯৭ টি বই দেওয়া হয়েছে। মাধ্যমিকে ২ লাখ ৮০ হাজার ২টি চাহিদার স্থলে সংশ্লিষ্ট বিভাগ পেয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫০টি বই। দাখিলে ৭৮ হাজার ৮১০টির বিপরীতে পেয়েছে ২৬ হাজার ৬৮৩টি।

চৌগাছা উপজেলায় প্রাথমিকে ১ লাখ ১০ হাজার ৫৯৮টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে পেয়েছে ৭০ হাজার ৪৭৬ টি, মাধ্যমিকে চাহিদা ২ লাখ ৪৭ হাজার ৭০৯টি, পেয়েছে ৯০ হাজার ৫২০টি এবং দাখিলে ৬৭ হাজার ৬৭টির বিপরীতে দেওয়া হয়েছে ১৭ হাজার ২৬৯টি।

বিজ্ঞাপন

কেশবপুর উপজেলায় প্রাথমিকের ১ লাখ ১৫ হাজার ৮০৫টি বইয়ের চাহিদা থাকলেও দেওয়া হয়েছে ৭১ হাজার ৬৫০টি, মাধ্যমিকের ২ লাখ ১৭ হাজার ৫৯৫টি চাহিদার বিপরীতে ৮০ হাজার ৭৫০টি বই সরবরাহ করা হয় এবং দাখিলে ১ লাখ ১ হাজার ৭০০ চাহিদার স্থলে ৪৪ হাজার ২০টি বই দেওয়া হয়েছে।

অভয়নগর উপজেলায় প্রাথমিকের ১ লাখ ১১ হাজার ২৭৩টি বইয়ের চাহিদার বিপরীতে ৭০ হাজার ৩৯টি সরবরাহ করা হয়েছে, মাধ্যমিকে ৩ লাখ ১৬ হাজার ৪৭০টি চাহিদার বিপরীতে ১ লাখ ৪৪ হাজার ৮২০টি বই এবং দাখিলে ৮৩ হাজার ৯টি বইয়ের মধ্যে ৩৭ হাজার ৭৫০ টি বই সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, ‘যথাসময় শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাবে, প্রতিদিন বই আসছে। শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না।’

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম বলেছেন, ‘শতভাগ বই পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বই উৎসবের কোনো সমস্যা হবে না। প্রতিদিন ট্রাকে করে বই আসছে। প্রতি শিক্ষার্থীর হাতে ১ জানুয়ারিতে বই থাকবে। হয়তো পূর্ণাঙ্গ সেট পেতে ১৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন