বিজ্ঞাপন

বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও উন্নয়ন থেমে নেই: শিল্পমন্ত্রী

January 7, 2023 | 3:27 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের উন্নয়ন থেমে নেই। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে পুনরায় এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আরও বলেন, ‘আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আছে বলেই আজ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের এই অগ্রযাত্রাকে রোধ করতে বিরোধী দলীয় একটি অপশক্তি নানাভাবে পায়তারা করছে। পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। তারা ঘোলা জলে মাছ শিকার করতে চায়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। মানুষের ভোটে নির্বাচিত সরকার। এদেশের মানুষের উপর কোনো প্রকার অত্যাচার এই সরকার মেনে নেবে না। তাই আমাদের সব ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. নূরুল আমিন ভূঁইয়া বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূঁইয়া রিটন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল হাসান ভূঁইয়াসহ আরও অনেকে।

সারাবাংলা/এনএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন