বিজ্ঞাপন

ইঞ্জিনচালিত ২ বোটের সংঘর্ষে মাঝির মৃত্যু

February 5, 2023 | 3:10 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবান: বান্দরবানের থানচিতে ইঞ্জিনচালিত দুই বোটের মুখোমুখি সংঘর্ষে সামংগ্য ত্রিপুরা নামে এক মাঝি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে রেমাক্রী ইউনিয়নের পদ্মমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঝি থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত বোট রেমাক্রি থেকে থানচি আসার পথে পদ্মমুখ এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা অপর একটি বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক মাঝি পানিতে পড়ে বোটের পাখায় কাটা পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোটের পাখায় তার গলা ও শরীরের বিভিন্ন অংশ কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

থানচি থানার অফিয়ার ইনচার্জ (ওসি) সুদীপ রায় জানান, থানচিতে বোটের পাখায় কাটা পড়ে মাঝি নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন