বিজ্ঞাপন

সেহেরিতে কী খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না

April 3, 2023 | 2:48 pm

লাইফস্টাইল ডেস্ক

গরমের দিনে রোজা হওয়ায় দীর্ঘক্ষণ অভুক্ত থাকতে হয়। তাই রোজা ভেঙেই অনেকে হাপুসহুপুস করে একগাদা খাবার খেয়ে ফেলেন। এতে পেটে গ্যাস, বদহজম ও নানারকম শারীরিক সমস্যা দেখা দেয়। রোজায় সুস্থ থাকতে তাই বাকি যে ৯ ঘণ্টা হাতে থাকে, সে সময়ে পরিকল্পিতভাবে খাওয়া-দাওয়া করতে হবে। এতে রোজায় ওজন বেড়ে যাওয়াসহ আরও যেসব সমস্যা দেখা দেয় তা থেকে মুক্ত থাকা যাবে।

বিজ্ঞাপন

রোজার সময়ে দেখা যায় অনেকেই ইফতারি আর রাতে ভরপেট খেয়ে সেহেরিতে তেমন কিছু খান না। এটা একদমই ঠিক নয়। রোজার সময় আপনার দিনের প্রধান খাবার হওয়া উচিৎ সেহেরি।

আবার দেখা যায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে রোজার দিনে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় অনেকের। তাই রোজায় গ্যাস্ট্রিকমুক্ত থাকতে সেহেরিতে কী খাবেন আর কী বর্জন করবেন এটা জানা জরুরী।

রাতের খাবার যেমন হবে

বিজ্ঞাপন

রাতে খুব বেশি খাবার না খাওয়াই ভালো। তবে একদমই বাদ দেওয়া যাবে না। রাতে ভারী খাবার না খেয়ে একটা শশা বা আপেল খাওয়া যায়। দিনের প্রধান খাবার হিসেবে সেহেরি খান।

সেহেরিতে যা খাবেন

দেড় কাপ পরিমাণ ভাত
ডিম সিদ্ধ একটি
মাছ/মাংস ১ টুকরা
শাকসবজি ১ কাপ। সবজিতে কাচা পেঁপে রাখতে হবে
ভরা পেটে কুসুম গরম পানির সাথে লেবু মিশিয়ে খেতে পারেন
সেহেরির মূল খাবার খাইওয়া আগে ১টি শসা/আপেল খাওয়া যেতে পারে
১-২ টি খেজুর/একটি কলা
আধা কাপ পাতলা দুধ
লবণ কম খাবেন। এতে গরমের দীর্ঘ রোজায় পানির পিপাসা কম পাবে।

বিজ্ঞাপন

সেহেরিতে যা খাবেন না

১. অতিরিক্ত মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
২. চা, কফি এবং ফাস্টফুড জাতীয় খাবার একদমই নয়।
৩. কেক, পেস্ট্রি, পাউরুটি পেটে গ্যাসের কারণ হতে পারে তাই এসব খাবার বাদ দিন বা পরিমাণে খুব কম খান।
৪. সব ধরণের কোমল পানীয় এড়িয়ে চলুন।
৫. লবণ শরীরে পানির চাহিদা বাড়ায় তাই লবণ কম খেতে হবে।

সারাবাংলা/এসবিডিই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন