বিজ্ঞাপন

‘ক্ষতিগ্রস্তদের জন্য সব কিছুই করবেন প্রধানমন্ত্রী’

April 4, 2023 | 4:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য যা যা করা প্রয়োজন, তার সব কিছুই করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বঙ্গবাজার মার্কেট পরিদর্শনে এসে সাবেক মেয়র সাঈদ খোকন সারাবাংলার সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আগুন কী কারণে লেগেছে, তা এখনও নিশ্চিত না। তদন্তের বিষয়টি হয়তো বেরিয়ে আসবে। সরকারের সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে, তদন্তের মাধ্যমে তারা এ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করবে। আপাতত জনগণ সঙ্গে নিয়ে, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি আমরা।’

সাঈদ খোকন বলেন, ‘এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যা যা করার দরকার, তার সব কিছুই করবে সরকার। আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী সব কিছু মনিটরিং করছেন। তিনি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সম্ভবপর সব কিছু করবেন— এ নিশ্চয়তা আমরা দলের পক্ষ থেকে দিচ্ছি, সরকারের পক্ষ থেকে দিচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অতীতেও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন। ঘটনা ঘটার পর থেকেই প্রধানমন্ত্রী গণভবন থেকে খোঁজখবর নিচ্ছেন। আমরাও এখান থেকে তাকে খোঁজখবর জানাচ্ছি। সব কিছু তার নখদর্পণে আছে।’

বিজ্ঞাপন

সিটি করপোরেশনের কোনো গাফিলতি আছে কিনা— এমন প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো বিতর্কিত মন্তব্য করতে চাই না। এ ব্যাপারে বিতর্কিত কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ।’

সারাবাংলা/এজেড/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন